• ঢাকা
  • |
  • বুধবার ১লা কার্তিক ১৪৩১ দুপুর ০২:২৯:০৪ (16-Oct-2024)
  • - ৩৩° সে:

নানাম সমস্যায় জর্জরিত সাগর কন্যা কুয়াকাটা


শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৩



ছবি: চ্যানেল এস

কুয়াকাটা প্রতিনিধি: 

কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের বড় বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে। তাই প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এই সৈকতে। 

কিন্তু বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ফলে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ। তীব্র ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ ও মন্দিরসহ দোকান পাট। 

ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড  সৈকতে কয়েকদফা অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দুষিত হচ্ছে পরিবেশ।  

ভাঙন রোধে স্থায়ী সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 

দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটার সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার, সেই সাথে সৈকত পরিচ্ছন্ন রাখতে বাড়বে জনগণের সচেতনাতা- এমন প্রত্যাশা সবার । 

মন্তব্য করুনঃ


-->