• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:০০:১৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দেশ


সোমবার ২১শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৪৮



২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দেশ

ছবি সংগৃহীত

যোগ্যতার মানদণ্ডে, অংশগ্রহণকারীদের সংখ্যায় সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে চলেছে ২০২৪-টি টোয়েন্টির বিশ্বকাপের আসর। দু'বছর বাদে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে ২০টি দেশ। যেখানে চলতি বছর টি-২০ বিশ্বকাপে খেলেছিল মোট ১৬টি দেশ। এবার ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে আরও চারটি দেশকে খেলানো হবে। এই প্রথম মার্কিন মুলুকে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসর। 

২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দেশকে চারটি গ্রুপে ভাগ করে খেলা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দেশ। চারটি থেকে উঠে আসা আটটি দলকে নিয়ে হবে সুপার এইট পর্ব। সুপার এইটে দুটি গ্রুপে চারটি করে দলকে রাখা হবে। তারপর দুটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল খেলবে সেমিফাইনালে। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডে খেলেছিল আটটি দেশ। সেখন থেকে সুপার ১২ পর্বে উঠেছিল চারটি দেশ। আর সুপার ১২ পর্ব থেকে খেলা শুরু করেছিল ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ মোট আটটি দেশ।

ক দিন আগে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে অ্যাসোসিয়েট ও ছোট দেশগুলি বেশ ভাল খেলে। নামিবিয়া হারায় শ্রীলঙ্কাকে, ওয়েস্ট ইন্ডিজ হারে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে, জিম্বাবোয়ে পরাস্ত করে পাকিস্তানকে। তারপরই আইসিসি সিদ্ধান্ত নেয় টি-২০ বিশ্বকাপে আরও বেশী সংখ্যক দেশকে সুযোগ দেওয়ার। ২০২৮ লস অ্যাঞ্জেলসে হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ক্রিকেটে ঠাঁই দিতে মরিয়া আইসিসি। অলিম্পিক্স টি-২০ ফর্ম্যাটে ৬টি দেশকে খেলাতে চায় আইসিসি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ