• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:০৭:০১ (29-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:২৪ পিএম, ২৭ অক্টোবর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
অপরাধ
এক্সক্লুসিভ

১৭ বছর পালিয়ে থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার


বৃহঃস্পতিবার ২৭শে অক্টোবর ২০২২ বিকাল ০৩:২৪



১৭ বছর পালিয়ে থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার

জাহিদ কবিরাজ

বাগেরহাটের নারী উদ্যোক্তা মিনু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হেমায়েত ওরফে জাহিদ কবিরাজকে ১৭ বছর পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, ২০০৫ সালে মিনু কবিরাজি চিকিৎসার জন্য জাহিদের শরণাপন্ন হন। পরে মিনুর সম্পত্তি লিখে নেয়ার জন্য তাকে অচেতন করে জাহিদ। এক পর্যায়ে সহযোগীদের সহযোগিতায় মিনুকে কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়ে যান তিনি।

দীর্ঘদিন পর দেশে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে কবিরাজী চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয়।

র‍্যাব জানায়, জাহিদ নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচাতে কবিরাজের বেশ ধারন করেছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->