চ্যানেল এস ডেস্ক:
প্রায় ৪ দিন আটকে থাকার পর, নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক।
সকাল ৭টার কিছু সময় পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক জানিয়েছেন, স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো, সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই। বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে, শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন, প্রায় দেড় হাজার পর্যটক।
মন্তব্য করুনঃ