• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৪:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বাঘার পর এবার বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৪:৫৩



বাঘার পর এবার বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: চ্যানেল এস

বাগমারা প্রতিনিধি: 

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের নেতা বাবুল হত্যার রেশ না কাটতেই এবার বাগমারা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাঘায় আওয়ামী লীগ নেতা বাবুল হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলমের করা বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়। 

শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ বাগমারা নিউমার্কেটের সামনে এ মানববন্ধনের ডাক দেয়। এসময় বাগমারা আসনের এমপি আবুল কালাম আজাদ পক্ষের লোকেরা উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে ওই নিউমার্কেটের সামনে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->