• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:২০:১৯ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

০৬:৪৪ পিএম, ১৫ জানুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী কর্নার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রিজার্ভে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী


রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪



ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রিজার্ভে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চ্যানেল এস ডেস্ক :

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা- পাল্টা নিষেধাজ্ঞার কারণে দেশের রির্জাভের উপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সংকটে এগিয়ে আসতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এগিয়ে চলার পথে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এমন সংকট কাটিয়ে বাংলাদেশ এগিয়ে চলবে বলেও উল্লেখ করেন তিনি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঠিকানা নিশ্চিত করা হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ