• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১০:৪৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ভুয়া আধার কার্ডসহ ভারতে গ্রেপ্তার ৪ বাংলাদেশি


সোমবার ৫ই জুন ২০২৩ বিকাল ০৩:৪০



ভুয়া আধার কার্ডসহ ভারতে গ্রেপ্তার ৪ বাংলাদেশি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

জাল নথি ব্যবহার করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে জাহির করার অভিযোগে উত্তরপ্রদেশের মিরাটে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

রোববার (৪ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাতে ভারতের উত্তরপ্রদেশ থেকে নিজেদের ভারতীয় নাগরিক বলে জাহির করা চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল আধার কার্ডসহ ভুয়া অন্যান্য নথি জব্দ করা হয়। 

গ্রেফতার ওই চারজনের নাম-সজিব খান, মোহাম্মদ মন্টু খান, মোহাম্মদ মজিদুল খান এবং মোয়াজ্জেম খান। 

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহিত সিং সাজওয়ান বলেন, সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) মিরাট ইউনিট খারখোদায় কিছু সন্দেহভাজন লোকের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল। পরে মিরাটের এটিএস ফিল্ড ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং যাদব এবং তার দল চার বাংলাদেশিকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি জাল আধার কার্ড, পাঁচটি এটিএম ও দুটি প্যান কার্ড এবং ব্যাংকের দুটি পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা খারখোদা জেলার একটি গ্রামে জুতার কারখানায় কাজ করত। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ