• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৭:৫৭:৫২ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের আশ্বাস ওয়াসা এমডির


শনিবার ১৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১১



রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের আশ্বাস ওয়াসা এমডির

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর বিভিন্ন এলাকায় যখন পানির সংকট থাকে, তখন ওয়াসার পানির গাড়ি চালকরা অতিরিক্ত টাকা ছাড়া পানি সরবরাহ করেন না বলে সংস্থাটির এমডি তাকসিম এ খানের কাছে অভিযোগ করেন সাংবাদিকরা।

জবাবে তাকসিম এ খান বলেন, শুধু আমাকে এ তথ্য জানাবেন। কোন গাড়ি, কোন চালক ওয়াসার পানি দিয়ে অতিরিক্ত টাকা চেয়েছে বা নিয়েছে। পরের দিন তার চাকরি আর থাকবে না। ঢাকা ওয়াসায় সে আর থাকতে পারবে না। যে অতিরিক্ত টাকা চাইবে শুধু জানাবেন, আপনার নাম প্রকাশেরও দরকার নেই। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পরের দিন থেকে সে আর ঢাকা ওয়াসায় কাজ করতে পারবে না।

শনিবার (১৮ মার্চ) কারওয়ান বাজার ওয়াসা ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন রমজানে ঢাকা ওয়াসার পানি সরবরাহ নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তাকসিম এ খান বলেন, এসব অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার জিরো টলারেন্স নীতি। তবে যেটা আমরা ধরতে পারি না, জানতে পারি না, সেখানে কি হচ্ছে সেটা আমাদের জানার বাইরে। কিন্তু আপনারা যদি আমাকে জানান, আমাদের জানান তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা একটা বিষয় জানব, আমাদের সিস্টেমে ধরা পড়বে,  তারপরও আমরা কোনো ব্যবস্থা নেব না এমন কোন ঘটনা নেই। আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সদিচ্ছার ঘাটতি নেই।

ওয়াসার এমডি বলেন, আসন্ন রমজান মাসে ঢাকা শহরের পানি সরবরাহ স্বাভাবিক রাখার সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। আমাদের সকল পানি শোধনাগার ও পানির পাম্পসমূহ নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা চালু থাকবে। অন্যতম বড় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের আগে থেকেই ঢাকা শহরে বিভিন্ন ব্যবসায়ী, শ্রমজীবী ও অস্থায়ী দর্শনার্থীর উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে পানির ব্যবহার বৃদ্ধি পায়। এসব কারণে কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে সমস্যার সৃষ্টি হলেও তা মোকাবিলা করার জন্য ঢাকা ওয়াসা প্রস্তুত হয়েছে। সমস্যা দেখা দিলে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ