• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৬:৫৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:৫০ পিএম, ০৯ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
প্রধানমন্ত্রী কর্নার
জাতীয় নির্বাচন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ১৯ দেশের রাষ্ট্রদূত, পাশে থাকার ঘোষণা


মঙ্গলবার ৯ই জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৫০



প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ১৯ দেশের রাষ্ট্রদূত, পাশে থাকার ঘোষণা

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত এবং প্যালেস্টাইনের রাষ্ট্রদূতরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। 

তারাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ।  
মঙ্গলবার(৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় রাষ্ট্রদূতগণ তাদের দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। তারা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। 

বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা প্রদানের জন্য এ সকল বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->