• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ০২:৩৫:৪৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

চীনে ৬ মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু


সোমবার ২১শে নভেম্বর ২০২২ দুপুর ০১:০১



চীনে ৬ মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে চীনে। করোনা প্রতিরোধে কঠোর বিধিমালা জারির পর রোববার (২০ নভেম্বর) এ মৃত্যুর খবর দিল দেশটির স্বাস্থ্য কমিশন।

এর আগে গত ২৬ মে  চীনে সবশেষ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বেইজিংয়ে ৮৭ বছর বয়সি এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৪ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১১ নভেম্বর করোনা প্রতিরোধে নতুন ২০টি বিধিমালা জারি করেছে চীন। ‘জিরো কোভিড’ তথা করোনা সংক্রমণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের জন্য এসব নিয়ম বেঁধে দেয়া হয়েছে।

এতে কোয়ারেন্টাইন থেকে শুরু করে করোনা পরীক্ষা--প্রত্যেকটা বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব এখন অনেকটাই কমে এসেছে। বেশিরভাগ দেশেই এখন নেই লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনে। দেশটিতে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->