• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৪:০০ (08-May-2024)
  • - ৩৩° সে:

ভোটের দিন দেশজুড়ে ৬১ মামলা, জরিমানা সাড়ে তিন লাখ


সোমবার ৮ই জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৩১



ভোটের দিন দেশজুড়ে ৬১ মামলা, জরিমানা সাড়ে তিন লাখ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিভিন্ন অপরাধে ৬১টি মামলা করেছেন প্রথম শ্রেণির জুডিশিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেটরা। 

পরে এসব নির্বাচনী অপরাধগুলো আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের মাধ্যমে ৬১টি মামলা নিষ্পত্তি করা হয়। এতে অপরাধ বিবেচনায় মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে দুই ও তিন বছরের (মোট ৫ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

রোববার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারাদেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ