• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

০৫:২২ পিএম, ৩০ জুন ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
উন্নয়ন

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৫:২২



সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদ অধিবেশন

চ্যানেল এস ডেস্ক: 

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে জাতীয় সংসদে। 

রোববার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। 

বড় ধরণের কোনো পরিবর্তন ছাড়াই ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ নিয়ে পাস হয়েছে জাতীয় বাজেট। দেশের ৫৩তম এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। 

গত ৬ জুন জাতীয় সংসদে পেশ করা এ বাজেটে খুব একটা পরিবর্তন আসেনি। আগামিকাল সোমবার থেকেই বাজেট কার্যকর শুরু হবে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। 

এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ছাড়া প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->