নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে ২৫টি বক উদ্ধার করেছন স্থানীয় পরিবেশকর্মীরা।
শুক্রবার (৪ নভেম্বর) ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার তারাশিপাড়া, গারিষাপাড়া, সাহেবের চড়া ও দুখা ফকিরের মাঠ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মাঠ থেকেই অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কাদাপানি মাড়িয়ে এক এক করে চারটি মাঠে যান পরিবেশকর্মীরা। তাদের দেখে পাখি শিকারীরা পালিয়ে গেলে, পরে বাঁশ, বেতের পাতা, দড়ি, কলা পাতাসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরী বিশেষ ধরনের ৭টি পাখি ধরার ফাঁদ থেকে ২৫টি বক উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে মাঠ থেকেই আকাশে উড়িয়ে দেয় হয়। সেই সাথে শিকারের জন্য ব্যবহৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়।
পরিবেশকর্মী মেহেদী হাসান তানিম জানান, পাখি শিকার বন্ধে সচেতনতামুলক প্রচারণা চালানো দরকার। এছাড়া প্রশাসন একটু তৎপরতা চালালে পাখি শিকার কমে আসতো বলেও মনে করছেন তিনি।
মন্তব্য করুনঃ