• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:০১:১৫ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

হাইকোর্টের সামনে বাসে আগুন


মঙ্গলবার ৩১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯



হাইকোর্টের সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের চালক বলেছে, পল্টন মোড় থেকে ৫ জন লোক গাড়িতে উঠে প্রেসক্লাবের সামনে নেমে পড়ে। নামার পরে আগুনের উপস্থিত টের পায় বাসের অন্য যাত্রীরা। বাসে প্রায় ১৮ জন যাত্রী ছিল, তারা সবাই লাফিয়ে নেমে যায়। মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে আসে।

জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাস পোড়ানোর ঘটনায় তিনজনকে শাহবাগ থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন বাসের ড্রাইভার, হেলপার ও একজন ভাসমান মানুষ। আগুন কারা দিয়েছে, তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুনঃ


-->