মোঃ রাসেল হোসেন, ধামরাই:
ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথ মেলা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে শ্রী শ্রী যশোমাধব মন্দির ও ৪১ ফুট উঁচু কাঠের তৈরি এ রথের যাবতীয় সাজ-সজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।
বিকেলে রথের সামনে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল ৫ টা ১৫ মিনিটে রথটানা হবে। প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আগামী ১৫ জুলাই উল্টো রথ টানার মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হবে। তবে মেলা চলবে মাসব্যাপী। রথ মেলাকে কেন্দ্র করে ধামরাইয়ে বইছে উৎসবের আমেজ।
মেলায় বসছে শত শত স্টল, সার্কাস ও নাগরদোলা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে বলে জানিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন।
মন্তব্য করুনঃ