• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২২:৫৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ট্রেনে ট্রাকের ধাক্কা, যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন


সোমবার ৬ই নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৩



ট্রেনে ট্রাকের ধাক্কা, যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় মাজেদ খান (৩৫) নামে এক ট্রেনযাত্রীর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী রেল স্টেশনে ট্রেন থামিয়ে আহত যুবককে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

আহত মাজেদ খান সিলেট জেলার উপজেলার ইসহাক খানের ছেলে। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকটি রেললাইনের পাশে ঘোরাচ্ছিল, ঠিক সেসময় দ্বিতীয় বগিতে আঘাত করে। ট্রেনের জানালা দিয়ে কয়েকজন যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে একজনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। 

টঙ্গী রেলওয়ের স্টেশন মাস্টার রাকিবুর রহমান মোবাইলে জানান, একটি ট্রাক ঘুরানোর সময় রেললাইনের ওপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনে থাকা এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার কয়েক মিনিট পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) ছোটন শর্মা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছে।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->