• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০৪:১৪ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

০৭:২১ পিএম, ২১ অক্টোবর ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
আইন-আদালত

দুদকের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেলেন ড. ইউনূস


সোমবার ২১শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২১



No Caption

চ্যানেল এস ডেস্ক:
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে আপিলের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসসহ গ্রামীন টেলিকমের শীর্ষ ছয় কর্মকর্তা গত ৮ জুলাই আবেদন করেন। গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। সেইসাথে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেয়া হয়।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->