• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:২৮:৫৬ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

ভোটের আগে প্রার্থীকে খুঁজে বের করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: ইসি রাশেদা


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৪০



ভোটের আগে প্রার্থীকে খুঁজে বের করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: ইসি রাশেদা

ফাইল ছবি

চ্যানেল এস ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের আগে প্রার্থীকে খুঁজে বের করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বললেন, বিষয়টি জানার পরই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিল ইসি।

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া উত্তাপহীন ৬টি আসনের উপনির্বাচনও অভিযোগমুক্ত নয়। ভিড় ছিল না ভোট কেন্দ্রগুলোতে। তারপরও ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ ছিল। গোপন কক্ষে ভোট ডাকাতের উপস্থিতির অভিযোগও তুলে প্রতিদ্বন্দ্বীদের সমর্থকরা। এছাড়া নির্বাচনের আগে প্রার্থী নিখোজের ঘটনা দেশজুড়ে আলোচিত ছিল।

যদিও রাশেদা সুলতানার ভাষ্য, ভোট বাতিলের মতো অনিয়ম কোনো আসনে হয়নি। সিসি ক্যামেরা ব্যবহার করা হলে আরও স্বচ্ছ ভোট আয়োজন করা যেতো। উল্লেখ্য, বাজেট স্বল্পতায় এই উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করেনি ইসি।

বগুড়ায় ফল পরিবর্তনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান এই নির্বাচন কমিশনার। মূলত, নির্বাচনে হেরে যাওয়ার পর বগুড়া-৪ আসনের ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে, এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন রাশেদা সুলতানা।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হলেও কোনো কোনে আসনে ফলাফল দিতে বেশ দেরি হয়েছে। এ নিয়েও আছে অভিযোগ।

এই নির্বাচন কমিশনার জানালেন, পূর্ণাঙ্গ ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->