চ্যানেল এস ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মাঝে নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজারে নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে, সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বিএনপির এই নেতা বলেন, পতিত সরকারের দোসররা দেশে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার সতর্ক না হলে চক্রান্তকারীর সফল হয়ে উঠবে। সাম্প্রতিক বন্যায় ফসল ও কৃষি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়ে, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে পুনর্বাসনের দাবি জানান রিজভী। বন্যায় সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতা আশাব্যাঞ্জক ছিলোনা অভিযোগ কোরে, ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনে ৬ দফা দাবী তুলে ধরেন তিনি....................
মন্তব্য করুনঃ