• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:২৬:৫৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের


মঙ্গলবার ২১শে মার্চ ২০২৩ দুপুর ০২:৫৬



মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

নিজের গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করে অন্য দেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কথা বলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো দেশের গণতন্ত্র শতভাগ ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আওয়ামী লীগ সরকার কাজ করছেন বলে জানান তিনি।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের ইউনিট সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

কাদের বলেন, বিএনপি ভুয়া ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা আবারও বিজয়ী হবেন।

ওবায়দুল কাদের বলেন,  বিএনপি ভুয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদেন আন্দোলন কাঁদায় আটকে পড়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য অবাঞ্ছিত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কোন দেশের গণতন্ত্র শতভাগ ত্রুটিমুক্ত নয়। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে, সুষ্ঠু নির্বাচন হলে আগামীতেও শেখ হাসিনা নির্বাচনে জয়ী হবেন।

রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ মহানগর আওয়ামী যুবলীগের ইউনিট সম্মেলন উপলক্ষে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী যুবলীগের শীর্ষ নেতারা বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাদের নির্বাচনে যাওয়ার কোন ক্ষমতা নেই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ