• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৫:০৬ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের পেশোয়ার


বুধবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০১



প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের পেশোয়ার

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

পিএসএলে সাকিব আল হাসান নেমেছিলেন প্রথম ম্যাচে। ব্যাটে-বলে আলো ছড়াতে না পারলেও জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি । বাবর আজম ও কোহলার-ক্যাডমোরের নৈপুণ্যে জয় পেয়েছে পেশোয়ার। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পিএসএলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে করাচি কিংসকে মাত্র ২ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পেশোয়ার। জবাবে ২০ ওভার শেষে পেশোয়ারের সমান উইকেট হারিয়ে ১৯৭ রান করতে সমর্থ হয় করাচি। 

এদিন করাচি টস জিতে পেশোয়ারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাট করতে নামা পেশোয়ার বড় স্কোর গড়ে মূলত অধিনায়ক বাবর আজম ও টম কোহলার-ক্যাডমোরের ৮১ বলে গড়া ১৩৯ রানের জুটিতে। বাবর আজম ৪৬ বলে ৭ চার ও ১ ছয়ে খেলেন ৬৮ রানের ইনিংস। তবে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন কোহলার-ক্যাডমোর। ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন ৬ ছক্কা ও ৭ চারের মারে। 

এদিন সাকিব যখন ব্যাট করার সুযোগ পান তখন পেশোয়ারের ইনিংসে বাকি আর মাত্র ২টি বল। ১ বল মোকাবিলা করে একটি রান নিয়ে অপরাজিত থেকে যান তিনি। 

জবাবে ব্যাট করতে নামা করাচির শুরুটা হয়েছে ভয়াবহ। ওভারপ্রতি রানে পাল্লা দিলেও মাত্র ৪৬ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরে করাচিকে ম্যাচে ফেরায় শোয়েব মালিক-ইমাদ ওয়াসিম জুটি। ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা। 

৩৪ বলে ৪ চার ও ২ ছয়ে ৫২ রান করে মালিক ১৯তম ওভারে আউট হয়ে গেলে ম্যাচটা কঠিন হয়ে পড়ে করাচির জন্য। জয়ের জন্য তখনো ১০ বলে ২৩ রান দরকার ছিল করাচির। 

শেষ ওভারে জয়ের জন্য দলটির দরকার ছিল ১৬ রান। ইমাদ ওয়াসিম প্রাণান্তকর চেষ্টা করেও ১৩ রানের বেশি তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮০ রানে অপরাজিত থেকে ২ রানের হারের সাক্ষী হন এই অলরাউন্ডার। 

পিএসএলে সবশেষ ২০১৭ সালে খেলা সাকিব ৬ বছর পর ফিরে প্রথম ম্যাচটা রাঙাতে পারেননি। আগেরবার পেশোয়ারের পক্ষে খেললেও পিএসএলের প্রথম আসরে করাচির হয়ে খেলেছিলেন তিনি। সাবেক দলের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ ঠিকমতো না পেলেও বল করেছেন ৩ ওভার। তবে তাতেও ব্যর্থ হয়েছেন টাইগারদের এই অলরাউন্ডার। ৩ ওভারে ৩২ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। 

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এবারের আসরে প্রতিটি দল গ্রুপ পর্বে ১০টি ম্যাচ খেলবে। তবে বাংলাদেশের ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে ৫টি ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। ২৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে তাকে। ১ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে ইংল্যান্ড সিরিজ।

মন্তব্য করুনঃ