• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৭:২৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

আধুনিকায়ন করা হচ্ছে কুতুবদিয়ার ঐতিহ্যবাহি বাতিঘর


শুক্রবার ১৩ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪



আধুনিকায়ন করা হচ্ছে কুতুবদিয়ার ঐতিহ্যবাহি বাতিঘর

নির্মিতব্য লাইট হাউজ।

হীরু চৌধুরী, কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকায় পুনঃনির্মিত হচ্ছে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন। এটি সমুদ্র এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে সহায়তা করবে। এর ফলে নিরাপদ থাকবে দেশী-বিদেশী জাহাজ।

কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৫০ ফিট উচ্চতা সম্পন্ন এ লাইট হাউজের নির্মাণ কাজ করা হচ্ছে। 

অত্যাধুনিক এ প্রকল্প বাস্তবায়নে খরচ হচ্ছে ৬০ কোটি টাকা। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে লাইট হাউজটি। 

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনের চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এব্যাপারে প্রকল্পের প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নিঝুম দ্বীপের লাইট হাউজের আদলে কুতুবদিয়ার লাইট হাউজটি নির্মিত হচ্ছে। আগামী মার্চ মাসেই লাইট হাউজ (বাতিঘর) নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, বৃটিশ সরকার ১৮৪৬ সালে ৪০ মিটার উচ্চতা সম্পন্ন সর্বপ্রথম লাইট হাউজ স্থাপন করেছিল। এতে তৎকালীন সময়ে ব্যয় হয় ৪ হাজার ৪২৮ টাকা। এটি সমুদ্রগর্ভে বিলীন হলে বাংলাদেশ সরকার লোহার এঙ্গেল দিয়ে ১২০ ফুট উচ্চতার বিকল্প লাইট হাউজ স্থাপন করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ