গত বছরের তুলনায় ১৬ ভাগ বেশি কর আদায় করেছে রাজস্ব বোর্ড। এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
বুধবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিনের আয়কর সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।
বলেন, আমদানি কমায় গতি কমেছে অন্যান্য শুল্ক আদায়ে। তবে অর্থবছর শেষে লক্ষ্য অর্জন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল দেশের উন্নয়নে মর্যাদাসম্পন্ন নাগরিকদের আয়কর পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে নাগরিকদের অবদান রাখার সুযোগ রয়েছে। তাই কর পরিশোধ কার্যক্রমকে সংস্কৃতিতে পরিণত করতে হবে।
আয়কর সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুনঃ