• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৯:৩৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

১২:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
পরিবেশ

টানা এক সপ্তাহ শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা


শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৪০



টানা এক সপ্তাহ শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক:

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। টানা এক সপ্তাহ ধরে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের রাজধানী।

সাধারণত দিনের শুরুতে দূষণের মাত্রা বেশি থাকে; তবে রাত হলেই দূষণের মাত্রা কমে আসে। তবে রাতে যেখানে দূষণ কমে আসার কথা, সেখানে ঢাকায় উলটো বেড়েছে। সার্বিকভাবে ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রার চেয়েও পাঁচগুণ বেশি।

সকাল থেকে রাত অবধি ঢাকার বায়ু পর্যবেক্ষণ করে এমনটাই জানিয়েছেন পর্যবেক্ষকরা। বিশ্বে বাতাসের দূষণ নিয়ে যেসব সংস্থা কাজ করে, সেগুলোর মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই অন্যতম। সংস্থাটির সকাল ১১টার দূষণ প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানে অবস্থান করছে ঢাকা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ