পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় ৫০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।
শুক্রবার বেলা ১১টার দিকে বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেড়া পৌরসভা ও আশনা এনজিও'র সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন করে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী সবুজায়নের যে উদ্যোগ নিয়েছেন আজকের বিশ্ব তাঁর এই কর্মসূচির গ্রহণ করেছে।
মন্তব্য করুনঃ