• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১০:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

১২:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
ভ্রমণ

ঈদযাত্রায় অগ্রিম রেলটিকিট বিক্রি শুরু, স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়


শুক্রবার ৭ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪৮



ঈদযাত্রায় অগ্রিম রেলটিকিট বিক্রি শুরু, স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

আসন্ন ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথমবারের মতো ঈদের আগাম টিকিট বিক্রির দিনে কমলাপুর রেলস্টেশনে দেখা যাচ্ছে টিকিট কেনার কোনো লোক নেই। ৎ

নেই টিকিটের জন্য হাহাকার, হয়রানি, ঝক্কি-ঝামেলা। অথচ ঈদ এলেই এই রেলস্টেশনেই টিকিট ক্রয়ে রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকতো হাজারো টিকিটপ্রত্যাশী।

কিন্তু এবার রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে কমলাপুর রেলস্টেশনে বিরাজ করছে সুনসান নীরবতা।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে এ চিত্র দেখা যায়। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার ১ মিনিটের মাথায় আট হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম দিনের ২৪ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হতে সময় লাগে মাত্র ৫ মিনিট।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছেন। এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি হয়নি।

রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম শফিকুর রহমান বলেন, অনলাইনে সব টিকিট দেওয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। এখন আর কাউকে স্টেশনে এসে রাত জেগে লাইনে দাঁড়াতে হয় না। আমাদের পরিশ্রমও অনেক কমে গেছে।

শুক্রবার বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->