• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৪৭:০৬ (16-Sep-2025)
  • - ৩৩° সে:

পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তাকে হুমকি, থানায় জিডি


বৃহঃস্পতিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:৩০



পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তাকে হুমকি, থানায় জিডি

এফ এম শাহীন, সংগৃহীত।

চ্যানেল এস ডেস্ক :

ভাড়া ও সার্ভিস চার্জ না দিয়ে মালিক পক্ষের প্রতিনিধিকে হুমকী দেয়ার অভিযোগে “বি.বার্তা ২৪ ডট নেটের” মালিক এফ এম শাহিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা মো: আজগর আলী। 

বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়রিটি করা হয়। 

অভিযুক্ত এফ এম শাহীন ২০২১ সালের ৩ মে ও ২০২২ সালের ১ আগষ্ট রাজধানীর বাংলা মোটরে অবস্থিত পদ্মা টাওয়ারে ২০৫০ বর্গফুটের ফ্লোর স্পেস ভাড়া নিয়ে “পদ্মা ইসলামী লইফ ইনস্যুরেন্সের সাথে চুক্তি করে তা ভঙ্গ করেছেন বলে ডায়রিতে অভিযোগ করা হয়। এ পর্যন্ত পদ্মা ইসলামী লইফ ইনস্যুরেন্স কোম্পানী এফ এম শাহীনের কাছে  ১৪ লক্ষ ৭১ হাজার ২৫ টাকা পাওনা হয়েছেন বলেও ডায়রীতে উল্লেখ করা হয়।

এদিকে পাওনা টাকা চাইতে গেলে এফ এম শাহীন টাকা দিবেনা মর্মে জানান এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান সহ কর্মকর্তাদের প্রানণাশের হুমকি দিয়েছেন বলে ডায়রীতে উল্লেখ করা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->