• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৫:৫৫ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের খরচ ও মেয়াদ বাড়ল


মঙ্গলবার ১৭ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৩২



বঙ্গবন্ধু টানেল প্রকল্পের খরচ ও মেয়াদ বাড়ল

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

শেষ মুহূর্তে এসে ব্যয় বাড়ছে কর্ণফুলী টানেল প্রকল্পের। এটি নির্মাণে সময়ও লাগবে বাড়তি ১ বছর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ১০ হাজার ৬৮৯ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় ২ মাস পরে বসে একনেক সভা। আলোচনা শুরু হয় ১১ প্রকল্প নিয়ে। 

পরিকল্পনা কমিশন জানায়, ডলারের বাড়তি দাম সমন্বয় করতেই মূলত কর্ণফুলী টানেল প্রকল্পের ব্যয় বাড়ছে। বাড়তি অর্থ দরকার টোল প্লাজা নির্মাণেও। এর বাইরে আসবাব কেনাকাটা, শুল্কসহ কয়েকটি খাতে ব্যয় বেড়েছে। যদিও এরইমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৮৭ ভাগ কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেতু বিভাগ। 

এছাড়া, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ সড়ক এবং শ্রীমাই নদে বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেকে।

মন্তব্য করুনঃ