• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৬:৫৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ইবাদত-বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে মেরাজ


শনিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২০



ইবাদত-বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে মেরাজ

ছবি সংগৃহীত


চ্যানেল এস ডেস্কঃ 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে মেরাজ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কোরআনখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকল অনাচার-অবিচার ঘুচিয়ে শান্তির বাণী ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

পবিত্র এই রজনীতে দেশ-জাতির জন্য শান্তি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা। ক্ষমা চান নিজের পাপ মোচনেরও। 

ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরে (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিব্রাঈল (আ.)-এর সঙ্গে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের ওপর আরশে আজিমে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। এসময় তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য। 

রাসূলুল্লাহ (স.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে ‘মেরাজ’। যা ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুওয়াতের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হযরত মুহাম্মদ (স.) ছাড়া অন্যকোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। 

ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব হলো, এই মেরাজের মাধ্যমেই মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ