• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৬:৩১ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

যুদ্ধ এখনই বন্ধ করতে হবে: জেলেনস্কি


মঙ্গলবার ১৫ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৪৭



যুদ্ধ এখনই বন্ধ করতে হবে: জেলেনস্কি

ছবি : সংগৃহীত

রাশিয়ার যুদ্ধ এখনই বন্ধ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ায় শুরু হওয়া জি২০ বালি সম্মেলনে ভিডিওকলে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের জি২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময়। আমার বিশ্বাস যুদ্ধ এখনই থামবে।’ তিনি পরমাণু ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বেশ কয়েকটি কৌশলের কথা জানান।

জেলেনস্কি তার বক্তব্যে রাশিয়াকে বাদ দিয়ে বারবার জি২০’র পরিবর্তে ‘জি১৯’ সম্বোধন করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হতে যাওয়া শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিশ্বনেতাদের আহ্বান জানান। জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তিটি করা হয়। আগামী ১৯ নভেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ