• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪২:০৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

বিএনপির আমলে গণতন্ত্র ছিল নির্বাসিত: আব্দুর রাজ্জাক


রবিবার ২০শে নভেম্বর ২০২২ সকাল ১১:২৮



বিএনপির আমলে গণতন্ত্র ছিল নির্বাসিত: আব্দুর রাজ্জাক

ছবি : সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির আমলে দুর্নীতি-সন্ত্রাসে মানুষ ছিল আতঙ্কিত, গণতন্ত্র ছিল নির্বাসিত। আমাদের সভা সমাবেশ করতে দেয়া হতো না। ১৪৪ ধারা জারি করা হতো।

শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৪ বছর ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে সব সূচকে। যা বিশ্বের কাছে বিস্ময়। যারা বলছেন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, দেশকে অস্থির করার জন্য বলছেন।

তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত, বিএনপির মিথ্যাচারের মুখে এ সরকারের পতন হবে না। ২০১৪-১৫ তে তারা সফল হননি। আগামীতেও তারা সফল হবেন না। বিএনপির কবর তারা নিজেরাই খুঁড়েছেন ২০০১ থেকে ২০০৬ সালে।

গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ