• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০২:৪৩:০৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

আজ ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল


রবিবার ২২শে জানুয়ারী ২০২৩ দুপুর ০১:০৪



আজ ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল

ছবি সংগৃহীত

মেট্রোরেল আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে। প্রথমবারের মতো রোববার (২২ জানুয়ারি) ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। 

এর আগে প্রথম পর্বের ইজতেমা ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হয়। 

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহন শুরু করে মেট্টোরেল। শুরু থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। এখন চলছে উত্তরা থেকে রাজধানীর আগারগাঁও পর্যন্ত। আর ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল পল্লবী স্টেশনেও থামবে। ওই দিন থেকে পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ওই দিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে মঙ্গলবার বাদে প্রতিদিন চার ঘণ্টা করে চলে মেট্রোরেল। তবে ইজতেমার মোনাজাতের দিন বিশেষ ব্যবস্থায় চালানো হবে নয় ঘণ্টা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ