• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৫:১৮ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

১০:৫৩ এএম, ৩০ অগাস্ট ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
খেলা
টি-টোয়েন্টি
এশিয়া

এশিয়া কাপে নেই লিটন, কপাল খুললো বিজয়ের ।


বুধবার ৩০শে আগস্ট ২০২৩ সকাল ১০:৫৩



এশিয়া কাপে নেই লিটন,  কপাল খুললো বিজয়ের ।

এশিয়া কাপে নেই লিটন, কপাল খুললো বিজয়ের ছবি সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগে বড় দুঃসংবাদই পেলো বাংলাদেশ ক্রিকেট দল। জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। ধারণা করা হচ্ছিল, আসরের প্রথম ম্যাচটি হয়তো খেলা হচ্ছে না তার। কিন্তু এবার জানা গেলো, এক ম্যাচ নয়, পুরো এশিয়া কাপই মিস করতে যাচ্ছেন লিটন।

তার বদলি হিসেবে এরইমধ্যে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সঙ্গে যোগ দেবেন এনামুল হক বিজয়।  

জাতীয় দলের হয়ে বিজয় সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলের রাডারেই ছিলেন না এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার। এরপর অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে আবারও রান ফোয়ারা ছোটান তিনি।  

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী বিজয়। এই উইকেটকিপার ব্যাটসম্যান আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯.৫৭, স্ট্রাইক রেট ৯৭.৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে এনামুলের ব্যাট থেকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও বিজয়ের প্রিমিয়ার লিগ ফর্মকে গুরুত্ব দেওয়ার কথা বললেন, ‘সে (বিজয়) ঘরোয়ায় রান করেছে এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল যে কিপিংও করতে পারে, বিজয়কে তাই সুযোগ দেওয়া হয়েছে। ’

৪৪ ওয়ানডে ম্যাচ খেলা বিজয়ের ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটি আছে তার।  

এদিকে, আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টাইগারদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।  আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে হবে ম্যাচটি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->