• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:১৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

০৬:২৪ পিএম, ২১ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

বিষধর সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক


সোমবার ২১শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৪



বিষধর সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটিকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি সমাবেশের নামে অরাজকতার চেষ্টা করলে প্রতিরোধ করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, যেখানে ১০ লাখ লোকের জমায়েত সম্ভব সেখানেই সমাবেশ করুক বিএনপি। তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি রাজধানীতে সমাবেশ করার নামে জনজীবন অশান্ত করার চেষ্টা করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সরকার নয় বিএনপিই জঙ্গি পালানোর ঘটনাকে নাটক মনে করতে পারে। কারণ তারা দেশে জঙ্গির লালনপালনকারী।

আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ