• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:২৩:৫২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০২:১৪ পিএম, ১৫ জুলাই ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
ব্যাংক ও বীমা

প্রধানমন্ত্রীর সাবেক পিয়নের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ


সোমবার ১৫ই জুলাই ২০২৪ দুপুর ০২:১৪



প্রধানমন্ত্রীর সাবেক পিয়নের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার সাবেক পিয়ন মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের  ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে, জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী পাঁচ দিনের মধ্যে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের দুই মেয়াদের পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->