• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৫৮:১৯ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরে পাট চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ


বুধবার ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:০৩



ছবি: চ্যানেল এস

আবু নাসের হুসাইন, সালথা: 

ফরিদপুরের সালথায় কয়েকদিন ধরে শুরু হয়েছে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানো কাজ। গত বছরের তুলনায় এবছর পাটের ফলন অনেক কম। শুরু থেকে অনাবৃষ্টি ও প্রখর রোদে পাট সময় মতো বেড়ে ওঠেনি। যখন পাট পরিপক্ক হবে, তখনি জোয়ারের পানি আসতে শুরু করেছে নিচু জমিগুলোতে। তাই ক্ষেত থেকে পাট কেটে ফেলা হচ্ছে আগেভাগেই। কমেছে ফলনও।

এ বছর বীজ-সার, কীটনাশকের দাম ও শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কৃষকদের। সে তুলনায় বাজারে পাটের দাম পাওয়া যাচ্ছে মনপ্রতি ২৫শ থেকে ৩২ টাকা। এতে হতাশায় চাষীরা। তবে প্রতিমণ পাট ৪ হাজার টাকায় বিক্রি করা গেলে কিছুটা স্বস্তি পাওয়া যেতো বলে দাবি চাষীদের। পাটের ন্যায্যমূল্য নির্ধারনের দাবি পাট চাষীদের।

গত বছরের তুলনায় এ বছর পাটের উৎপাদন কম আর বাজার দরও কম বলে জানান এই পাট ব্যবসায়ীরা।

কৃষকদের স্বার্থে পাটের সঠিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং করা জরুরি বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার। 

এবছর সালথা উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার মেট্রিক টন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->