• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৩৬:০৯ (08-May-2024)
  • - ৩৩° সে:

সোভিয়েত আমলের মিসাইল ব্যবহার করছে উত্তর কোরিয়া


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ দুপুর ০১:২০



সোভিয়েত আমলের মিসাইল ব্যবহার করছে উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত

সোভিয়েত আমলের মিসাইল ব্যবহার করছে উত্তর কোরিয়া। গেল সপ্তাহে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ বৃহস্পতিবার সর্বসম্মুখে আনে দক্ষিণ কোরিয়া। যেটি সোভিয়েত আমলের নির্মিত বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- অস্ত্রটি ১৯৬০ সালে নির্মিত। দেশের পূর্বাঞ্চলীয় সমুদ্রসীমায় প্রায় ১০ ফুট লম্বা ভাঙা অংশটি মিলেছে। যা উত্তর কোরিয়ার এসএ- ফাইভ মিসাইলের টুকরা। ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য।

সিউলের অভিযোগ- এটি ২০১৮ সালে সই হওয়া আন্তঃকোরীয় সামরিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইউক্রেনের সামরিক অভিযানে এ ধরনের মিসাইল ব্যবহার করছে রুশ সেনাবহর।

গেল বুধবার কমপক্ষে ২৩টি মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। তাছাড়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছোড়ে কিম জং উন প্রশাসন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ