• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪৪:০৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?


শনিবার ১২ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৯



হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

ছবি : সংগৃহীত

যেকোনো ছোট বা জটিল শারীরিক সমস্যায় অনেকেই আছেন এলোপ্যাথির পরিবর্তে ভরসা রাখেন হোমিওপ্যাথি ওষুধে। কিন্তু এ ওষুধ কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কী বলছে বিশেষজ্ঞরা?

বিজ্ঞানী হ্যানিম্যান১৭৯৬ সালেহোমিওপ্যাথী চিকিৎসাপদ্ধতি বিশ্ববাসীরসামনে প্রথমতুলে ধরেন।রোগের তীব্রতাঅনুযায়ী রোগীকেঅল্প ওষুধদিয়ে সুস্থকরে তোলাইএ চিকিৎসায়জাদুর মতোকাজ করে।

মানুষের মধ্যেএকটা বিশ্বাসরয়েছে যে, হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ানেই। এধারণা বাবিশ্বাস কতটাযুক্তিযুক্ত বলেমনে করেনবিশেষজ্ঞরা?

চিকিৎসাশাস্ত্রের ইতিহাসথেকে জানাযায়, হোমিওপ্যাথিতে ব্যবহৃতসব ওষুধওষুধি গাছআর লতাপাতাথেকে তৈরি।

তাছাড়া এচিকিৎসা শাস্ত্রেরসব ওষুধপ্রতিটি সুস্থমানবদেহে বারংবারপরীক্ষিত। হোমিওপ্যাথীচিকিৎসার বড়যে সুবিধাপাওয়া যায়তা হলোএই চিকিৎসায়রোগীর মধ্যেকোনো অপ্রত্যাশিতউপসর্গ দেখাদিলে বারোগীর মধ্যেনতুন কোনোউপসর্গ তৈরিকরতে চাইলেএকজন অভিজ্ঞহোমিওপ্যাথিক চিকিৎসকতা নির্ধারণও নিয়ন্ত্রণকরতে পারে।

তাই সদ্যোজাতথেকে শুরুকরে মৃত্যুপথযাত্রীএমনকি ক্যানসাররোগীর ক্ষেত্রেওহোমিওপ্যাথি চিকিৎসাএবং এরওষুধ সম্পূর্ণনিরাপদ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ