• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:৫৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার কালবৈশাখীর পূর্বাভাস


শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ দুপুর ০১:২৪



আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার কালবৈশাখীর পূর্বাভাস

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৬টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল জেলায় ৬৪ মিলিমিটার। 

এদিন সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-্এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। 

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ