• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৭:৫৫ (08-May-2024)
  • - ৩৩° সে:

ভোট পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক দুই শতাধিক


শনিবার ৬ই জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৩



ভোট পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক দুই শতাধিক

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

এবারের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এর মধ্যে ১২৮ জন পর্যবেক্ষক আর ৫৯ জন গণমাধ্যমকর্মী। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের পর পর্যবেক্ষকদের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোট পর্যবেক্ষণে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। আজ শনিবার দেশি-বিদেশি এই পর্যবেক্ষকদের সামনে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির জনসংযোগ শাখা থেকে অনুমোদিত বিদেশি পর্যবেক্ষকদের যে তালিকা পাওয়া গেছে তাতে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইরিশ, স্লোভাক, ব্রিটিশ ও ফরাসির ৪ জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর থেকে আমেরিকা, উগান্ডা, সার্বিয়া ও জর্জিয়ান ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) পর্তুগিজ, বেলজিয়াম, ডাচ ও ব্রিটিশ ৪ জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার ক্যামেরুন ও কঙ্গোর ২ জন, মুসলিম কমিশন নেপালের ২ জন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির একজন, আফ্রিকা হাউস লন্ডনের ২ জন, বি স্ট্র্যাটেজিক পার্টনারের (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অর্গানাইজেশনের (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্টের একজন এবং অস্ট্রেলিয়ার একজন রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরামের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্ট্রোরাল লিং-এর ৩ জন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অর্গানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের পাকিস্তানি ও জর্ডানের ২ জন, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার একজন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৬ জন, কমনওয়েলথ সচিবালয়ের জ্যামাইকা, আমেরিকা, ক্যামরেুন, নাইজেরিয়া, ব্রিটিশ, ভারত, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, কেনিয়া লিসোথোর ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের পক্ষে উগান্ডার ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের ২ জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার ক্যামেরুনের আরেকজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের ৫ জন, এস এ ডি এফের পর্তুগিজ একজন, নেপালের ডিকেআইয়ের ৩ জন, মালয়েশিয়ার ৩ বিশিষ্টজন, রাশিয়ার একজন, আফ্রিকান ইলেক্ট্রোরাল অ্যালায়েন্সের পক্ষে উগান্ডার আরও ২ জন, এসএডিএফের জার্মান ও পর্তুগিজ ২ জন, দ্য গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের ৩ আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের একজন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির একজন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক, আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

৭৩ জন সংবাদিকদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের একজন, ব্রিটিশ একজন, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটের একজন, দিল্লি টেলিভিশন লিমিটেডের ২ জন, জাপানের দি ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকালের একজন, জাপানের কিওডু নিউজের একজন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেসের ৩ জন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুজন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুজন ও ভারতের আনন্দবাজার পত্রিকার একজন। এ ছাড়া জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকের (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) ৫ জন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের একজন, ভারতের ডিএসটিভি দার্জিলিংয়ের একজন, উত্তরবঙ্গ সংবাদের একজন, দ্য টেলিগ্রাফের একজন, এএনআইর একজন, এবিপি নিউজের ২ জন, আজকাল পাবলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কের ২ জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডের একজন ও জি মিডিয়ার ২ জন, বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) ৪ জন, এরাইজ নিউজের এক ব্রিটিশ, ফ্রান্সের প্যারিস লা মন্ডের একজন, সুইডিশ রেডিওর একজন, এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ভারত, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডের ৭ জন, রয়টার্সের ২ ভারতীয়, আলজাজিরার এক ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়, এআরডি জার্মান টিভির এক ভারতীয়, কলকাতার সংবাদ প্রতিদিনের একজন, দি ওয়াল কলকাতার একজন, এপির ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান একজন, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন ভারতীয়, এএনআইর একজন ভারতীয়, স্কাই নিউজের একজন ভারতীয়, বিবিসির একজন বাংলাদেশি, ইতালি নিউজের একজন ব্রিটিশ, এআরডি জার্মান টিভির ২ জন এবং ভারতের আরও ৭ জন সাংবাদিক।

এদিকে সংসদ নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষকদের মোটরসাইকেলের স্টিকার ইস্যু করা হবে না। তারা সর্বোচ্চ ৫ জনের দল গঠন করতে পারবেন। তবে নিজের উপজেলায় ভোট পর্যবেক্ষণ করতে পারবেন না।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে ৮১টি দেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি। এ ছাড়া ৩৮ জন (ফেমবোসা, এএইএ, ওআইসি ও কমনওয়েলথ থেকে আমন্ত্রিত) বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন বিদেশি মিশনের ৬৪ জন কর্মকর্তা এবং দূতাবাস ও বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন ভোট পর্যবেক্ষণ করেন। ২০১৮ ও ২০১৪ সালে একাদশ ও দশম সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠায়নি। পরে এ দুটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও তুলেছিল তারা। দশম সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় পর্যবেক্ষকও কম ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনে মাত্র চারজন বিদেশি এবং স্থানীয় ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন ভোট পর্যবেক্ষণ করেন। এর আগে ২০০৮ সালে ৫৯৩ জন বিদেশি এবং ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি ভোট পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ