• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৩৫:৩১ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

সিডনিতে প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষায় দুর্ঘটনা, ১১ শিক্ষার্থী দগ্ধ


সোমবার ২১শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৪৪



সিডনিতে প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষায় দুর্ঘটনা, ১১ শিক্ষার্থী দগ্ধ

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা চলাকালে দুর্ঘটনায় অন্তত ১১ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। এতে গুরুতর অসুস্থ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (২১ নভেম্বর) ম্যানলি ওয়েস্ট পাবলিক স্কুলে বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্যারা মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও হেলিকপটার নিয়ে সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ফিল টেম্পলম্যান জানান, পরীক্ষায় সোডিয়াম বাইকার্বনেট ও মিথাইলেড স্পিরিট ব্যবহার করা হয়েছিল। ওই সময় বাতাসের প্রভাব ও ব্যবহৃত কিছু রাসায়নিকের সংমিশ্রণে এ দুর্ঘটনা ঘটে।

সিডনীর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দগ্ধ শিশুদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে। তাদের অনেকের মুখ, বুক, পা ও শরীরের নিচের অংশ পুড়ে গেছে।

মন্তব্য করুনঃ