• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৯:০৬:০১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

চিরচেনা রূপে ফিরেছে রাজধানী


বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০২৪ দুপুর ১২:৩২



চিরচেনা রূপে ফিরেছে রাজধানী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস: 

কারফিউ শিথিলের মধ্যে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। যানজট ও গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়ে কর্মমূখী মানুষ। 

কারফিউর ৬ষ্ঠ দিনে  রাজধানীতে সকাল ১০ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। সড়কে সকাল থেকেই বাড়তে   ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যা । পাশাপাশি বাড়তে থাকে অফিসমূখী মানুষেন ভিড়ও। গণ পরিবহন ও ব্যক্তিগত গাড়িতে যার যার গন্তব্যস্থলে পৌছান কর্মমূখি মানুষ্। তবে  সড়কে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়ে গণ পরিবহন সংকট ও যানজটের কারণে। দেখা গেছে নগরীর কাকরাইল, মহাখালী, রামপুরা, বিজয় স্মরনীসহ বিভিন্ন এলাকায় দীঘ যানজট। কেবল সড়কেই নয় রাজধানীর জোয়ারা সাহারা ফ্লাই ওভারেও দেখা গেছে যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ে কর্মমূখী মানুষ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->