• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:৪০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সহিংসতার সুযোগ নেই: বাইডেন


শুক্রবার ৩রা মে ২০২৪ দুপুর ০১:১৫



প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সহিংসতার সুযোগ নেই: বাইডেন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শুক্রবার (৩ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

বৃহস্পতিবার (২ মে) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ভিন্ন মতপ্রকাশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এসময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। এটা আইনের পরিপন্থী। 

৮২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয়, যে ভিন্নমতকে দমন করা হবে। তবে শৃংখলাকে অবশ্যই প্রাধান্য দেয়া হবে। ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা এসব কোনোটিই শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না বলে মোট দেন তিনি। 

এর আগে, বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের। ব্যবহার করা হয় জলকামান। আটক করা হয় বহু আন্দোলনকারীকে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->