• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৬:১১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, হতাহত ৫


মঙ্গলবার ৫ই সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৩১



যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, হতাহত ৫

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নাইটক্লাবে বন্দুক হামলা চালানোর পর আহতদের উদ্দেশ্য করে করে হামলাকারী হাসপাতালের জরুরি বিভাগেও গিয়ে হামলা চালান। প্রথম হামলার ঘটনাটি ঘটে বার্মিংহামের একটি নাইটক্লাবে। 

আলাবামার বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র সিএনএনকে বলেন, হামলার পর হামলকারী দ্রুত পালিয়ে যান। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা খুবই সাধারণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুক তাক করানোর পর ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। 


এর আগে গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার (ইউএনসি) চ্যাপেল হিল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত হন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->