• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪১:৪২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী:  জয়ের পথে  রিপাবলিকানরা


বুধবার ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৪২



যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী:  জয়ের পথে  রিপাবলিকানরা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবার পথে রিপাবলিকান পার্টি। এরইমধ্যে, রাজ্যগুলোয় শুরু হয়ে গেছে জয়োল্লাস। খবর সিএনএনের।

সর্বশেষ তথ্য অনুসারে, প্রতিনিধি পরিষদে ভাল ব্যবধানেই এগিয়ে আছে রিপাবলিকানরা। ৪৩৫টি আসনের মধ্যে ২০০টিতে জয় পেতে যাচ্ছে বিরোধী দল। অন্যদিকে, ডেমোক্র্যাটরা এগিয়ে আছে ১৬৮ আসনে।

এরইমধ্যে, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়েছে ফ্লোরিডাসহ বেশকিছু রাজ্যে। তবে, সবার নজর কেড়েছে রিপাবলিকান নেতা রন ডি স্যান্টিসের বিজয়। অবশ্য, তার সাফল্য ডোনাল্ড ট্রাম্পের জন্য হতে পারে বড় মাথাব্যাথার কারণ। ২০২৪ সালের নির্বাচনে বিরোধী শিবিরের অন্যতম প্রার্থী তিনি। তাছাড়া, পেনসিলভানিয়ায় আলোচিত রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জন ফ্যাটারম্যান।

এদিকে, সিনেটের দখল পেতেও চলছে সমানে-সমানে লড়াই। ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে হয়েছে নির্বাচন। পূর্বের নিয়ন্ত্রণসহ মোট ৪৭টি আসন দখল ধরে রাখতে পেরেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, রিপাবলিকানদের হাতেও এসেছে মোট ৪৭ আসন।

ধারণা করা হচ্ছে, সিনেটে এবারও দু’দলের মধ্যে টাই হতে পারে। সেক্ষেত্রে, ভাইস প্রেসিডেন্টের হাতে থাকা একটি ভোট হতে পারে তুরুপের তাস।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ