আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীর সম্পৃক্ততার কারণে পশ্চিমা বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্কে হ্রাস করে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে রাশিয়া। বৃহষ্পতিবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছেল। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব দেশ শত্রুতা বা বৈরীতার মুখোমুখি হয়, তাদের জন্য কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর বিষয়টি একটি আদর্শ চর্চা ।
রাশিয়া পশ্চিমাদের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন উপায় বিবেচনা করছে বলে জানিয়েছে পেসকভ। এদিকে, রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও পশ্চিমাদের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক অবনমন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৈরী নীতির কারণে মস্কো পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাসে বাধ্য হতে পারে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুনঃ