• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:৫১:০৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কোরবানি দিতে গিয়ে আহত ১৫৪ জন ঢাকা মেডিকেলে


সোমবার ১৭ই জুন ২০২৪ রাত ০৮:২৯



কোরবানি দিতে গিয়ে আহত ১৫৪ জন ঢাকা মেডিকেলে

ছবি: সংগৃহীত

মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া (স্বপন): 

পশু কোরবানি করতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়ে দেড়শ জনের বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই কোরবানীর পশুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। এর পরই আছে গরুর লাথি-গুঁতোয় আহত হয়ে হাসপাতালে আসাদের সংখ্যা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সঙ্গে কথা কথা বলে জানা যায় মাংস কাটতে গিয়ে আহত এর সংখ্যা বেশি। এছাড়া গরুর লাথি খেয়ে হাসপাতালে আসা একজন জানান, এক্স-রে রিপোর্টে দেখা গেছে তার হাতের একটি হাড় ভেঙে গেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এই সংখ্যা আরও বাড়বে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা মাংস কাটার কথা বলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আহত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->