• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলার বরখাস্ত, ১৩৬ কয়েদির আত্মসমর্পণ


বুধবার ২৪শে জুলাই ২০২৪ বিকাল ০৫:৫০



নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলার বরখাস্ত, ১৩৬ কয়েদির আত্মসমর্পণ

No Caption

আমজাদ হোসেইন, নরসিংদী: 

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নরসিংদী জেলা কারাগারে হামলা ও কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে গত শুক্রবার বিকেলে দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা নয় জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি পালিয়ে যায়। পলায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে, সেজন্য গত রোববার রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ১০ জন ও মঙ্গলবার ১২৬ জনসহ মোট ১৩৬ জন পলায়নরত কারাবন্দি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->