• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:০৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কে পি শর্মা অলির নেতৃত্বে নতুন জোট সরকার নেপালে


শনিবার ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:২৩



কে পি শর্মা অলির নেতৃত্বে নতুন জোট সরকার নেপালে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

নেপালেরপ্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল আস্থা ভোটে হেরে যাওয়ারপর নতুন সরকার গঠনেরপথ খুলেছে দেশটিতে। ফলে, দেশটির সাবেকপ্রধানমন্ত্রী কে পি শর্মাঅলির নেতৃত্বে নেপালে নতুন জোট সরকারগঠন হতে যাচ্ছে।

শুক্রবারদেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যানপ্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। এর মধ্য দিয়েনেপালে ২০ মাস ধরেচলমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে বলে আশাকরা হচ্ছে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মাঅলির নেতৃত্বে নতুন সরকার গঠনহলে সেটি হবে ২০০৮সালের পর দেশটিতে গঠনকরা ১৪তম গণতান্ত্রিক সরকার।কারণ ২০০৮ সালে নেপালে২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসানের পর থেকেই চলছেরাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->