• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:২৪:৩৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: র‌্যাব


শুক্রবার ২৬শে জুলাই ২০২৪ দুপুর ০১:১৫



হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: র‌্যাব

No Caption

চ্যানেল এস ডেস্ক: 

‘কমপ্লিট শাটডাউনের’ সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়- শাটডাউনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালায়। এসময় কোমলমতি শিশু-কিশোররা সামনে থাকায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকে। এসময় কেবল নিরুপায় হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করার জন্য এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানেরা লক্ষ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতেই র‌্যাবের হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। 

মন্তব্য করুনঃ


-->